ধর্মীয় নাম যদি আপনার পছন্দ হয়ে থাকে তবে “সত্যক” নামটি হতে পারে সেরা।
সত্রাজিৎঃ মহাভারতের একটি পৌরানিক চরিত্র। কৃষ্ণের স্ত্রী সত্যভামার পিতা। সত্যভামার বাবা সত্রাজিৎ দ্বারকার কোষাধ্যক্ষ ছিলেন
সনকঃ ব্রহ্মার মানসপুত্রের অন্যতম
আপনার সন্তানের জন্য যদি আপনি একটি ইউনিক নাম খোজ করেন তবে “সনক” নামটি কিন্তু বেশ সুন্দর। কারন, এই নামটির যেমন ধর্মীয় দিকদিয়ে গুরুত্বপূর্ণ তেমনি নামটি বেশ অপ্রচলিত।
যদিও নাম মানুষকে বড় করে না, বরং মানুষের কর্মগুনে একটি নাম মহান হয়ে থাকে। তবুও বিক্ষাত ব্যক্তির নামে যদি আপনার সন্তানের নাম রাখতে চান তবে “সুকান্ত” নামটি হবে আপনার সেরা নির্বাচন। কারন এটি সুন্দর অর্থবহ ও আধুনিক একটি নাম।
সুকৃতিঃ সৎকর্মকারী, পুণ্যবান, ভাগ্যবান।
নামের অর্থ থেকেই বুঝতে পারছেন এই নামটি কতোটা অর্থবহ ও প্রাঞ্জল।
সুজাতঃ সদ্বংশজাত, শুভক্ষণে বা সদ্বংশে জন্মেছে এমন।
সুদর্শনঃ দেখতে সুন্দর, দেখতে সুন্দর এমন, সুশ্রী, সুদৃশ্য। বিষ্ণুর বিখ্যাত চক্র (সুদর্শন চক্র)
সুনয়নঃ সুন্দর চক্ষ্যু্যুক্ত, সুন্দর চোখ আছে এমন, সুন্দর চোখ।
“সুনয়ন” অর্থের বিচারে অবশ্যই সুন্দর একটি নাম। তবে স্ত্রী অর্থে “সুনয়না” অধিক প্রচলিত ও শ্রুতিমধুর।
সুনাভঃ সুন্দর নাভিযুক্ত, মৈনাক পর্বত।
নিঃসন্দেহে অর্থবহ ও আধুনিক একটি নাম।
সুনীলঃ গাঢ় নীল, অত্যন্ত নীল।
“সুনীল” যেমন আধুনিক, শ্রুতিমধুর ও বিক্ষাত একটি নাম।
সুপর্ণঃ সুন্দর পাতাযুক্ত
সুপ্রকাশঃ উত্তমরূপে প্রকাশিত
সুপ্রিয়ঃ অতি প্রিয়
সুফলঃ শুভ ফল
সুবিদিতঃ উত্তমরূপে জ্ঞাত
সুবিধিঃ সুন্দর বিধি
সুবীনঃ সুন্দর বীনা
সুব্রতঃ শুভ ব্রত পালনকারী
সুভগঃ সৌভাগ্যশালী, প্রিয়
সুভাষঃ সুবচন
সুমন্দঃ মধুর ও ধীর
সুমুখঃ সুন্দর মুচ, গরুড়ের পুত্র
সুমেরুঃ পোরাণিক পর্বত্বিশেষ
সুরথঃ চন্দ্রবংশীয় রাজা
সুরঞ্জিতঃ শোভনরূপে রঞ্জিত
সুশোভনঃ সুন্দর শোভাযুক্ত
সুশ্রুতঃ বিশ্বামিত্রের পুত্র
সুষমঃ সঙ্গতিপূর্ণ
সৃজনঃ সৃষ্টি করা
সেনাজিৎঃ সৈন্যকে জয় করে যে
সোমকঃ পুরুবংশীয় রাজা
বৈদিক সভ্যতায় ১১০০ খ্রিস্টপূর্ব হতে ৬০০ খ্রিস্টপূর্ব পর্য্যন্ত কুরু রাজ্যের পরেই পাঞ্চাল উত্তরাপথের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ছিল। পাঞ্চালে শৌনক ও তৈত্তিরীয় বৈদিক সম্প্রদায় পাঞ্চাল রাজ্যে গড়ে ওঠে। এই সময় পাঞ্চালে কৃবি, তুর্বষ, কেশিন, সৃঞ্জয় এবং “সোমক” এই পাঁচটি গোষ্ঠী দ্বারা শাসিত হত।
সোহনঃ দেখতে সুন্দর
সৌপ্তিকঃ রাত্রিকালীন যুদ্ধ, নৈশ যুদ্ধ, মহাভারতের একটি পর্ব,সুপ্তি সংক্রান্ত।
সৌবীরঃ সিন্ধুনদের তীরবর্তী প্রাচীন দেশ
সিন্ধু উপত্যকায় উদ্ভূত প্রথম ঐতিহাসিক রাজ্যগুলিতে গান্ধার এবং সৌবীর রাজবংশ অন্তর্ভুক্ত।
সৌভিকঃ ইন্দ্রজালিক, যাদুকর
সৌমিত্রঃ সুমিত্রানন্দন, সুমিত্রার পুত্র, লক্ষ্ণণ বা শত্রুঘ্ন।
সৌরভঃ সুগন্ধ
বিখ্যাত ব্যক্তিত্বঃ সৌরভ গাঙ্গুলি (ভারতীয় ক্রিকেটার)
একটি সুন্দর নাম আপনার সন্তানের সারা জিবনের পরিচয়। তাই একটি শিশুর জন্য একটি সুন্দর ও অর্থবহ নাম নির্বাচন করা অত্যন্ত জরুরী। হিন্দু শিশুদের নাম নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা অতিব জরুরী। যেমনঃ নামের আদ্যক্ষর, নামের হিন্দু ধর্মীয় অর্থ ও ব্যাখ্যা, বর্তমান সামাজিক প্রেক্ষাপট, ইতিহাসে একই নামে বিক্ষাত ও কুক্ষাত ব্যক্তি বা চরিত্র, নামের বাংলা ও ইংরেজি বানান, শ্রুতি মধুরতা ইত্যাদি। এছাড়াও অনেকেই সন্তানের নাম রাখার ক্ষেত্রে পিতা-মাতার নামের সাথে মিল, পিতা-মাতার নামের আদ্যক্ষরের মিল, বিখ্যাত মানুষের নামের সাথে মিল, আধুনিক নাম নির্বাচন ইত্যাদি বিষয়ে গুরুত্ব দিয়ে থাকেন। অনেকেই সন্তানের নাম রাখার ক্ষেত্রে অপেক্ষাকৃত ছোট ও আধুনিক নাম খুজে থাকেন।
এখানে মুল কথা হচ্ছে- যে দিক বিবেচনা করে আপনার সন্তানের নাম নির্বাচন করেননা কেন, সকল ক্ষেত্রে উপরে আলোচিত বিষয় গুলো গুরুত্ব দেওয়া উচিত। আপনার খেয়াল-খুশি বা অপরিপক্ক সিদ্ধান্তের কারনে আপনার সন্তান সামাজিক জীবন, শিক্ষা ক্ষেত্র, কর্ম ক্ষেত্রে পদে পদে বিড়ম্বনার শিকার হতে পারে। নামের বানান বা উচ্চারন যদি সরল ও স্বাভাবিক না হয় তবে সৃষ্টি হতে পারে এ ধরনের জটিলতার। আবার, কিছু নাম আছে যা যথেষ্ট অর্থবহ তবুও সমাজে এই শব্দগুলো ব্যাঙ্গাত্ত্বক বা হীন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এ ধরনের নাম পরিহার করাই শ্রেয়। শুভ হোক আপনার সন্তানের ভবিষ্যৎ।
আপনার সোনামনির জন্য নাম খুজে পেতে সহয়তা করতে আমরা আছি আপনার পাশে। এখানে আমরা বিভিন্ন ক্যাটাহরীতে কয়েক হাজার নাম ও তার অর্থসহ সংগ্রহ করেছি। ভবিষ্যতে ভিজিটরদের চাহিদার কথা মাথায় রেখে নিত্যনতুন কিছু ফিচার যুক্ত করা হবে। এছাড়া প্রতিটি নামের শুদ্ধ বাংলা ও ইংরেজি বানান সংযুক্ত করার কাজ চলছে। প্রতিটি নামের অর্থ, তাৎপর্য, ইতিহাস, বিক্ষাত ব্যক্তিত্ব, সোসাল মিডিয়ায় জনপ্রিয় ইত্যাদি বিষয় ধারাবাহিক ভাবে যুক্ত করা হবে। মনে রাখবের ‘একটি সুন্দর নাম আপনার সন্তানের সারা জিবনের পরিচয়!!!’