২০২১-২০২২ সালের একাদশীর তালিকা
(বাংলাদেশ সময় অনুযায়ী)
হিন্দু মাত্রই একাদশী ব্রত পালন একান্ত কর্তব্য। সঠিক তিথিতে উপবাস করা ও সঠিক সময়ে একাদশীর পারন করা এ ব্রত পালনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা সঠিক সময়ে উপবাস ও পারন না করলে ব্রতের ফল লাভ হয় না। তাই সকল ভক্তদের জন্য আমার এই ছোট্ট প্রয়াস। উপরের ছবিতে বাংলা ১৪২৮ সনের আর ইংরেজি ২০২১-২০২২ সালের সারা বছরের একাদশির তালিকা ও পারনের সময় সূচী তুলে ধরা হল। আপনি চাইলে খুব সহজে এই ছবিটি ডাউনলোড করে আপনার মোবাই বা কম্পিউটারে সংরক্ষন করতে পারবেন। এছাড়া আপনার প্রিয় জনদের সাথেও এটি খুব সহজে শেয়ার করতে পারবেন।
আরও কিছু প্রয়োজনীয় পোষ্টঃ
আপনার সোনামনির জন্য নাম খুজে পেতে সহয়তা করতে আমরা আছি আপনার পাশে। এখানে আমরা বিভিন্ন ক্যাটাহরীতে কয়েক হাজার নাম ও তার অর্থসহ সংগ্রহ করেছি। ভবিষ্যতে ভিজিটরদের চাহিদার কথা মাথায় রেখে নিত্যনতুন কিছু ফিচার যুক্ত করা হবে। এছাড়া প্রতিটি নামের শুদ্ধ বাংলা ও ইংরেজি বানান সংযুক্ত করার কাজ চলছে। প্রতিটি নামের অর্থ, তাৎপর্য, ইতিহাস, বিক্ষাত ব্যক্তিত্ব, সোসাল মিডিয়ায় জনপ্রিয় ইত্যাদি বিষয় ধারাবাহিক ভাবে যুক্ত করা হবে। মনে রাখবের ‘একটি সুন্দর নাম আপনার সন্তানের সারা জিবনের পরিচয়!!!’
Ei chart ta peye bhison bhabe upokrito holam.
Horekrisna horekrisna krishna krishna hare hare,
Horerama horerama Rama Rama hare hare.