“ত” “T” দিয়ে হিন্দু মেয়ে শিশুর নাম”
Hindu Baby Name With “T” (Hindu Girls Name)
১. তনয়া নামের অর্থ কি?
উত্তরঃ কন্যা
২. তনিকা নামের অর্থ কি?
উত্তরঃ রজ্জু
৩. তনিমা নামের অর্থ কি?
উত্তরঃ মনোরম কৃশতা
৪. তনুশ্রী নামের অর্থ কি?
উত্তরঃ সুন্দরী
৫. তপতী নামের অর্থ কি?
উত্তরঃ সূর্যপত্নী ছায়া
৬. তমস্বতী নামের অর্থ কি?
উত্তরঃ তিমিরময়
৭. তমালিকা নামের অর্থ কি?
উত্তরঃ তমালপ্রচুর দেশ, তমলুক
৮. তমিস্রা নামের অর্থ কি?
উত্তরঃ অন্ধকার
৯. তরুণিমা নামের অর্থ কি?
উত্তরঃ যৌবন, তারুণ্য
১০. তাপসী নামের অর্থ কি?
উত্তরঃ তপস্বিণী
১১. তাপ্তি নামের অর্থ কি?
উত্তরঃ নদীর নাম
১২. তামসী নামের অর্থ কি?
উত্তরঃ অন্ধকারময়
১৩. তারিকা নামের অর্থ কি?
উত্তরঃ উদ্ধারকারিণী
১৪. তিলোত্তমা নামের অর্থ কি?
উত্তরঃ অপ্সরা, তিল তিল করে যার সৌন্দর্য গড়ে উঠেছে
১৫. তিস্তা নামের অর্থ কি?
উত্তরঃ নদীবিশেষ
১৬. তুষারসিক্তা নামের অর্থ কি?
উত্তরঃ তুষারে সিক্তা যে
১৭. তৃষ্ণা নামের অর্থ কি?
উত্তরঃ পিপাসা
১৮. তৃপ্তি নামের অর্থ কি?
উত্তরঃ ভোগ, উপভোগ বা প্রাপ্তির ফলে তুষ্ট, আনন্দিত
১৯. তমা নামের অর্থ কি?
উত্তরঃ
২০. তমালিকা নামের অর্থ কি?
উত্তরঃ তমলুক, তমালবহুল স্থান; ভূঁই আমলা
অক্ষর দিয়ে নাম খুজুন
আরও কিছু প্রয়োজনীয় পোষ্টঃ
- ২০২১-২০২২ সালের অন্নপ্রাশনের শুভদিন
- ২০২১-২০২২ সালের গৃহপ্রবেশের শুভদিন
- ২০২১-২০২২ সালের শুভ বিবাহেরে শুভদিনের তালিকা
- ২০২১-২০২২ সালের নামকরনের শুভদিনের তালিকা
- ২০২১-২০২২ সালের সাধভক্ষনের শুভ দিন
শিশুর নামকরন লক্ষনীয়ঃ
একটি সুন্দর নাম আপনার সন্তানের সারা জিবনের পরিচয়। তাই একটি শিশুর জন্য একটি সুন্দর ও অর্থবহ নাম নির্বাচন করা অত্যন্ত জরুরী। হিন্দু শিশুদের নাম নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা অতিব জরুরী। যেমনঃ নামের আদ্যক্ষর, নামের হিন্দু ধর্মীয় অর্থ ও ব্যাখ্যা, বর্তমান সামাজিক প্রেক্ষাপট, ইতিহাসে একই নামে বিক্ষাত ও কুক্ষাত ব্যক্তি বা চরিত্র, নামের বাংলা ও ইংরেজি বানান, শ্রুতি মধুরতা ইত্যাদি। এছাড়াও অনেকেই সন্তানের নাম রাখার ক্ষেত্রে পিতা-মাতার নামের সাথে মিল, পিতা-মাতার নামের আদ্যক্ষরের মিল, বিখ্যাত মানুষের নামের সাথে মিল, আধুনিক নাম নির্বাচন ইত্যাদি বিষয়ে গুরুত্ব দিয়ে থাকেন। অনেকেই সন্তানের নাম রাখার ক্ষেত্রে অপেক্ষাকৃত ছোট ও আধুনিক নাম খুজে থাকেন।
এখানে মুল কথা হচ্ছে- যে দিক বিবেচনা করে আপনার সন্তানের নাম নির্বাচন করেননা কেন, সকল ক্ষেত্রে উপরে আলোচিত বিষয় গুলো গুরুত্ব দেওয়া উচিত। আপনার খেয়াল-খুশি বা অপরিপক্ক সিদ্ধান্তের কারনে আপনার সন্তান সামাজিক জীবন, শিক্ষা ক্ষেত্র, কর্ম ক্ষেত্রে পদে পদে বিড়ম্বনার শিকার হতে পারে। নামের বানান বা উচ্চারন যদি সরল ও স্বাভাবিক না হয় তবে সৃষ্টি হতে পারে এ ধরনের জটিলতার। আবার, কিছু নাম আছে যা যথেষ্ট অর্থবহ তবুও সমাজে এই শব্দগুলো ব্যাঙ্গাত্ত্বক বা হীন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এ ধরনের নাম পরিহার করাই শ্রেয়। শুভ হোক আপনার সন্তানের ভবিষ্যৎ।
আপনার সোনামনির জন্য নাম খুজে পেতে সহয়তা করতে আমরা আছি আপনার পাশে। এখানে আমরা বিভিন্ন ক্যাটাহরীতে কয়েক হাজার নাম ও তার অর্থসহ সংগ্রহ করেছি। ভবিষ্যতে ভিজিটরদের চাহিদার কথা মাথায় রেখে নিত্যনতুন কিছু ফিচার যুক্ত করা হবে। এছাড়া প্রতিটি নামের শুদ্ধ বাংলা ও ইংরেজি বানান সংযুক্ত করার কাজ চলছে। প্রতিটি নামের অর্থ, তাৎপর্য, ইতিহাস, বিক্ষাত ব্যক্তিত্ব, সোসাল মিডিয়ায় জনপ্রিয় ইত্যাদি বিষয় ধারাবাহিক ভাবে যুক্ত করা হবে। মনে রাখবের ‘একটি সুন্দর নাম আপনার সন্তানের সারা জিবনের পরিচয়!!!’