‘য’, ‘Z’ অক্ষর দিয়ে হিন্দু ছেলে শিশুদের নাম
যতিনঃ ভক্ত, বিনম্র।
যবনঃ প্রাচীন গ্রীক জাতি, ম্লেচ্ছজাতি, অহিন্দু।
যমজিৎঃ অমর যিনি মৃত্যুকে জয় করেছেন।
যোগেশ্বরঃ সর্বজ্ঞানী, যোগের দেবতা
যশোদেবঃ সৌন্দর্য ও কীর্তির দেবতা
যজ্ঞেশঃ ঈশ্বর, যজ্ঞের দেবতা
যোগানন্দঃ যোগের আনন্দ।
যাদবেশঃ যাদব শ্রেষ্ঠ, ভগবান শ্রীকৃষ্ণ।
যোগনিদ্রঃ ধ্যান করে যে, ভগবান শিব।
যশোধরঃ সম্পন্নতাকে জয় করে যে, সমৃদ্ধ।
যোগেন্দ্রঃ যোগের দেবতা।
যদুঃ যাদবদিগের আদি পুরুষ, যদু বংশ।
যাদবঃ যদুবংশীয়, শ্রীকৃষ্ণ
যশবন্তঃ প্রসিদ্ধ
যশবিন্দরঃ স্বর্গে ঈশ্বরের স্তুতি
যশঃ খ্যাতি, কীর্তি; প্রসিদ্ধি,সমৃদ্ধি।
যুবরাজঃ রাজকুমার।
যশবানঃ খ্যাতিমান, যশ ও কীর্তিতে সমৃদ্ধ।
যদুবীরঃ যদু বংশের বীর, পুরুষশ্রেষ্ঠ।
যুগবীরঃ শ্রেষ্ঠ বীর, যোদ্ধা।
যশস্বীঃ কীর্তিমান, খ্যাতি সম্পন্ন।
আপনার সোনামনির জন্য নাম খুজে পেতে সহয়তা করতে আমরা আছি আপনার পাশে। এখানে আমরা বিভিন্ন ক্যাটাহরীতে কয়েক হাজার নাম ও তার অর্থসহ সংগ্রহ করেছি। ভবিষ্যতে ভিজিটরদের চাহিদার কথা মাথায় রেখে নিত্যনতুন কিছু ফিচার যুক্ত করা হবে। এছাড়া প্রতিটি নামের শুদ্ধ বাংলা ও ইংরেজি বানান সংযুক্ত করার কাজ চলছে। প্রতিটি নামের অর্থ, তাৎপর্য, ইতিহাস, বিক্ষাত ব্যক্তিত্ব, সোসাল মিডিয়ায় জনপ্রিয় ইত্যাদি বিষয় ধারাবাহিক ভাবে যুক্ত করা হবে। মনে রাখবের ‘একটি সুন্দর নাম আপনার সন্তানের সারা জিবনের পরিচয়!!!’